১০ জুলাই মিঠামইন (Mithamoin Death), কিশোরগঞ্জ ভ্রমণ প্রিয়শী মানুষের উপচেপরা ভিড়ে বেগতিক অবস্থা তৈরি হয়। যা প্রশাসন সামাল দিতে অনেক পর্যটককে জরিমানাও করেন মাস্ক ব্যবহার না করার কারনে।
এই দূরসময়ে কভিড যেনো নাছড়ায় তাই অনেক এলাকাতেই রয়েছে বিশেষ নজরদারি তার মধ্যে ভিন্ন ভিন্ন এলাকা থেকে লোক সমাগম একটি এলা;কার জন্য হুমকি সরূপ।
যতযাইহোক এর মাঝে রয়েছে ইয়ং বয়েসের পর্যটক যারা দুরন্তপনায় ঢাকা থেকে বাইক নিয়ে চলে যাচ্ছেন মিঠামইন এতেও শেষ নেই চলছে অভার স্পীডে বাইক হাকানো। তাই ঘটছেও দুর্ঘটনা এর মাঝে সারাদিনে ২৫+ বাইক এক্সিডেন্ট ঘটে। স্থানীয় সহো আহত হন ৪০ জনেরও বেশি।
হাওড়ে চলন্ত অবস্থায় পরে যায় একজন পর্যটক যা খুবি দুঃখজনক এবং তার লাশ পাওয়া যায় ১১ জুলাই এবং এর পর প্রশাসন এই এলাকায় প্রযটকদের প্রবেশ নিষেধ করে দিয়েছেন।
তাই মিঠামইন নিকলীর দিকে যারা যাওয়ার প্ল্যান করেছেন এই মুহূর্তে মাইন্ড পরিবর্তন করে নিন।