Kundo Pukur Majar

কুন্দ পুকুর মাজার | নীলফামারী

সংক্ষিপ্ত বিবরনঃ

নীলফামারী  সদর  উপজেলার  কুন্দুপুকুর   ইউনিয়নে ’কুন্দুপুকুর  মাজার’( Kundo Pukur Majar ) অবস্থিত। সূদুর  পারস্য  হতে  এ এলাকায় ইসলাম  ধর্ম প্রচারের  জন্য  হযরত  মহিউদ্দিন  চিশ্‌তি (রাঃ) আসেন। ইসলামের  এ  মহান  সাধকের মাজার‘ কুন্দুপুকুর  মাজার’ হিসাবে  পরিচিত ।  জেলা সদর থেকে দুরত্ব ৫ কিঃমিঃ। এখানে একটি মসজিদ, একটি হেফজখানা, একটি বড় পুকুর আছে। হেফজখানায় ১৭ জন ছাত্র  হেফজ  করছেন। প্রতি বছর ৫ মাঘ এখানে বার্ষিক ওরশ হয়। ওরশে দূর দুরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন। নীলফামারী সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যানকে সভাপতি করে ৫ সদস্যের  এডহক  কমিটি  মাজার পরিচালনা করছেন।

কিভাবে যাবেনঃ

কুন্দুপুর মাজারটি জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে নীলফামরী সদর থেকে কুন্দুপুর ইউনিয়নে কুন্দুপুর মাজার অবস্থিত। নীলফামারী থেকে সড়ক পথে খুব সহজেই কুন্দুপুকুর  মাজারে যাওয়া যায় ।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *