বিজয় সিংহ দীঘি | ফেনী

0
268

সংক্ষিপ্ত বিবরনঃ

বিজয় সিংহ দীঘি( Bijoy Singh Dighi ) বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন খনন করেন।মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে দক্ষিণ- পশ্চিম দিকে সার্কিট হাউজ রোডের সার্কিট হাউজের পার্শ্বে অবস্থিত।

এ দীঘি ফেনী শহরের প্রায় ২ কিঃমিঃ পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। এ দীঘির আয়তন ৩৭.৫৭ একর। দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষ শোভিত। ১৯৯৫ সালে বৃক্ষ চারা রোপন করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করেন।রাজা বিজয় সিংহের নামানুসারে দীঘিটির নামকরণ করা হয়েছে।

কিভাবে যাবেনঃ

১) ট্রাংক রোড জিরো পয়েন্ট কিংম্বা রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে যাওয়া যায় ২) রিক্সা যোগে মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে দক্ষিণ- পশ্চিম দিকে সার্কিট হাউজ রোড দিয়ে যেতে হবে

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here