সংক্ষিপ্ত বিবরনঃ
জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ শহীদ( Bir Shrestha Shaheed Noor Mohammad Sheikh Complex ) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর স্মৃতি গণমানুষের কাছে চির ভাস্বর করে রাখার মানসে এবং মহান এই বীর সৈনিকের দেশ প্রেম, বীরত্বগাথা, অজানা কাহিনী গবেষনার মাধ্যমে জানা ও পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার প্রয়াসে বীর শ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স করা হয়েছে।
স্বাধীনতা যুদ্ধে অপরিসীম বীরত্ব, সাহসিকতা ও দেশ প্রেমের জন্য বাংলাদেশ সরকার শহীদ নূর মোহাম্মদ শেখকে রাষ্ট্রীয়ভাবে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। এই খানে তাঁর সুমহান স্মৃতি রক্ষায় বাংলাদেশ সরকার একটি ট্রাস্ট, গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর করেছেন। এ ছাড়াও তাঁর নামে এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মহাবিদ্যালয় রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বীরশ্রেষ্ঠের নামে তাঁর গ্রামটি নূর মোহাম্মদনগর নামে চিহ্নিত করা হয়েছে।
সরকারী ছুটির দিন ব্যতীত প্রতিদিন ৯.০০টা হতে বিকাল-৫.০০ টা পর্যন্ত খোলা।