স্বপ্নবীথি পিকনিক স্পট | নড়াইল

সংক্ষিপ্ত বিবরনঃ

নড়াইল জেলার লোহাগোড়া উপজেলায় স্বপ্নবীথি( sopnobithi picnic spot ) অবস্থিত। নড়াইল জেলার সবচেয়ে সুন্দর পিকনিক স্পটগুলোর মধ্যে একটি হল স্বপ্নবীথি। জেলার আরেকটি চমৎকার পিকনিক স্পট ‘নিরিবিলি’ এখানেই অবস্থিত। শীতকালে এখানে হাজার হাজার মানুষ বেড়াতে এবং পিকনিক করতে আসেন।

কিভাবে যাবেনঃ

নড়াইল থেকে স্বপ্নবীথি মাত্র ২৭.৮ কিলোমিটার দূরে অবস্থিত। নড়াইল শহর থেকে বাস অথবা সিএনজি অটোরিকশায় করে এখানে আসতে পারবেন।

নড়াইলে পৌঁছে আপনি রিকশা অথবা ভ্যানে করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারবেন। তবে সবকিছু ভালভাবে দেখার জন্য আপনি পায়ে হাঁটতেও পারেন। স্বপ্নবীথি নড়াইল শহর থেকে খুব বেশি দূরে নয়।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *