Resting_Tanguar_Haor_Sunamganj_Sylhet

টাংগুয়ার হাওরের নৌকা ভাড়া নির্ধারণ হলো

জাগো নিউজে সংবাদ প্রকাশের ৬ দিন পর নির্ধারণ করা হয়েছে সুনামগঞ্জের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাংগুয়ার হাওরের নৌকা ভাড়া।

শনিবার (১০ আগস্ট) সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ করলে এতে ক্ষিপ্ত হয়ে পড়েন পর্যটকরা। এ সময় জাগো নিউজের মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে আসিফ ইমতিয়াজের সঙ্গে কথা বলে বিকেলে একটি নিদিষ্ট ভাড়ার তালিকা প্রণয়ন করেন।

ভাড়ার তালিকা থেকে জানা যায়, নৌকার ধরনভেদে সর্বোচ্চ ২০ জন যাত্রী ৮ থেকে ১২ ঘণ্টার জন্য ৩ হাজার টাকা, ২ দিন ও ১ রাতের জন্য ৬ হাজার টাকা, ৩দিন ২ রাতের জন্য ৭ হাজার টাকা। সর্বোচ্চ ৩০ জন যাত্রীর জন্য নৌকা ৮ থেকে ১২ ঘণ্টার জন্য ৪ হাজার ৫০০ টাকা, ২ দিন ১ রাতের জন্য ৯ হাজার টাকা, ৩ দিন ২ রাতের জন্য ১০ হাজার টাকা। তাছাড়া বড় নৌকা সর্বোচ্চ ৪০ জন যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন নৌকায় ৮ থেকে ১২ ঘণ্টা ৬ হাজার টাকা, ২ দিন ১ রাতের জন্য ১২ হাজার টাকা ও ৩ দিন ২ রাতের জন্য ভাড়া ১৩ হাজার টাকা নির্ধারণ করেছে প্রশাসন।

ভাড়া বেধে দেয়ার পাশাপাশি প্রত্যেক নৌকায় লাইফ জ্যাকেট ফ্রি দেয়ার জন্য সকল নৌকার মালিকদের নির্দেশনা দিয়েছে প্রশাসন।

এ ব্যপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ জাগো নিউজকে বলেন, ‘সংবাদ প্রকাশের পর থেকেই আমি নৌকার মালিকদের সঙ্গে কথা বলি। তাদের সুবিধা ও পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে একটি ভাড়া নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি নৌকাগুলো নির্ধারণ করে দেয়া ভাড়া না মানে তাহলে উপজেলা প্রশাসনকে পর্যটকরা জানাতে পারবেন। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্তদের জরিমানা করা হবে।’

এদিকে সন্ধ্যায় নতুন নির্ধারিত ভাড়ার তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে এই ভাড়াকে সাধুবাদ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলিমা তানজিন নামে একজন লিখেছেন, ‘ঈদের পরে টাংগুয়ার হাওর যাওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু নৌকার অস্বাভাবিক ভাড়ার কারণে দ্বিধার মধ্যে ছিলাম। যদি এই ভাড়া সত্যিই হয় তাহলে অবশ্যই ঈদের পরে টাংগুয়ার হাওর আসব।’

তথ্য সংগৃহীতঃ জাগো নিউজ

মোসাইদ রাহাত/এসআর

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *