সংক্ষিপ্ত বিবরনঃ
তিতা খাঁ মসজিদ( Tita Kha Jame Mosque )বাংলাদেশের লক্ষ্মীপুরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।মসজিদটি লক্ষ্মীপুর পৌর বাজারে অবস্থিত।মসজিদটি অত্যন্ত প্রাচীন। প্রায় তিনশত বছর পূর্বে হযরত আজিম শাহ (রঃ) বাগানের মধ্যে মসজিদটি আবিষ্কার করেন।মসজিদটি শৈল্পিক কারুকার্য এবং দৃষ্টি নন্দনতার জন্য খ্যাতি লাভ করেছে। এই মসজিদটি নির্মাণে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সাহায্য করেছে।
কিভাবে যাবেনঃ
লক্ষ্মীপুর বাস ষ্টেন্ড থেকে সি এন জি অথবা রিক্স যোগে যাওয়া যায়।