চর আলেকজান্ডার | লক্ষ্মীপুর

0
306
Char Alexander

সংক্ষিপ্ত বিবরনঃ

( Char Alexander )চারদিকে নীল পানির রাশি, ছোট ছোট ঢেউ এসে ধাক্কা দিচ্ছে পারে। মেঘনা নদীর এই অপরূপ রূপ বিমোহিত করেছিল আমায়। কোস্টাল এরিয়া এখান থেকে সাগর খুবই কাছে। রামগতির উপজেলার আলেকজান্ডার একটি ঐতিহ্যপূর্ণ ঘন বসতি এলাকা ছিল। তবে নদী ভাংগনের ফলে চর আলেকজান্ডার প্রায় বিলুপ্তির পথে ছিল। তাই আলেকজান্ডার কে রক্ষার জন্য বাংলাদেশে সরকার এখানে বাধ নির্মাণ করে, যার বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস আর্গানাইজেশনের অধীনস্ত ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকসন ব্যাটিলিয়ন(১৯ইসিবি)। 

কিভাবে যাবেনঃ

কোনো এক শ্রান্ত দিনে মনকে হিমেল বাতাসের তাজা স্পর্শ দিতে আপনিও ঘুরে আসতে পারেন রামগতির আলেকজান্ডার। এজন্য পথ আছে ২টি।

১। ঢাকা থেকে আপনাকে চড়তে হবে হিমাচল বাসে। বাস আপনাকে নামিয়ে দেবে রামগতি। রামগতি নেমে একটি অটো ভাড়া নিন। অটো আপনাকে পৌঁছে দেবে আলেকজান্ডার বাঁধ। 

ঢাকা থেকে লক্ষীপুর গামী যেকোনো বাসে উঠবেন, নামবেন ঝুমুর নামক স্থানে। ঝুমুর থেকে লোকাল লেগুনা বা সিএনজিতে চলে যান আলেকজান্ডার বাঁধ।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।