ক্রবিতে একটি পার্ক অফিসার কর্তৃক পোস্ট করা একটি ভিডিওতে দেখিয়েছেযে ১০০ টিরও বেশি কালো টিপ রিফ হাঙ্গর খাবার জন্য এখানে একত্রিত আসে 100 sharks in south thailand থানবক খোরনা জাতীয় উদ্যানের কোহ হং অংশে দর্শনের দৃশ্যটি ছিল।
হাঙ্গরের দৈর্ঘ্য এক মিটার থেকে দের মিটারের মাঝামাঝি ছিল। মাছগুলো প্রায় ৩০ মিনিট ধরে ছিলো। মিডিয়া জানিয়েছে, এ অঞ্চলে স্বাস্থ্যকর ইকো সিস্টেমের কারনের এই মাছ দেখা গেছে। সোর্সঃ সানুক