Dewan Barir-Jomidar Bari

দেওয়ানবাড়ির জমিদারবাড়ি | রংপুর

সংক্ষিপ্ত বিবরনঃ

দেওয়ানবাড়ি জমিদার বাড়িটির( Dewan Barir-Jomidar Bari ) প্রতিষ্ঠাতা ফণীভূষণ মজুমদার। দেওয়ান বাড়ির জমিদার রাধারমণের দ্বিতীয় স্ত্রী কুসুম কুমারী দেবীর গর্ভে ১৮৯২ -এ ফণীভূষণ মজুমদার জন্মগ্রহণ করেন। এ জমিদার বাড়ি একটি ছোট্ট দ্বিতল ভবন, তবে এর প্রবেশ তোরণটি মোগল আমলের দুর্গ- দুয়ারের মতো যার দুপাশে রয়েছে দ্বাররক্ষীদের কক্ষ। ১৯৫০-এ জমিদারি প্রথা বিলুপ্ত হলে এক পর্যায়ে এই বাড়িটি নিলাম হয়ে যায়। বর্তমানে এখানে একটি স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

কিভাবে যাবেনঃ

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়। 

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *