সেন্ট নিকোলাস চার্চ | গাজীপুর

0
982
St. Nicholas Church

সংক্ষিপ্ত বিবরনঃ

( St. Nicholas Church )গাজীপুরের নাগরী ইউনিয়নে ষোড়শ শতকের শেষ দিকে পর্তুগিজরা বসতি স্থাপন করে। আর সম্রাট আওরঙ্গজেবের অনুমতিক্রমে ১৬৬৪ সালে এখানে এই গির্জা স্থাপন করা হয়। এটি তৈরির সময়কাল নিয়ে অনেক বিভ্রান্তি থাকলেও শেষ পর্যন্ত এতটুকু নিশ্চিত হওয়া যায় যে বর্তমান স্থাপনাটি যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, তা অতি প্রাচীন। আর ১৮৯৭ সালের ভূমিকম্পে বাংলাদেশের অনেক ঔপনিবেশিক স্থাপনার মতো ধ্বংসের মুখোমুখি হয়েছিল সেন্ট নিকোলাস চার্চটিও। কালীগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বালু ও শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই চার্চ। খ্রিস্টধর্মাবলম্বী অধ্যুষিত একটি ঐতিহাসিক জনপদ, যা বাংলাদেশের অন্যতম বড় খ্রিস্টান মিশনারির অংশ। নাগরী থেকে কালীগঞ্জের আঞ্চলিক বাংলা ভাষার প্রথম বাইবেল অনূদিত হয়। সর্বপ্রথম বাংলা ভাষার দ্বিভাষিক অভিধান ও প্রথম গদ্যের বইও এখান থেকেই প্রকাশিত হয়।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here