সংক্ষিপ্ত বিবরনঃ
পীরগঞ্জ দক্ষিনে হাতিবান্ধা( Hati Bandha Majar Sharif ) নামক স্থানে বহু প্রাচীনকালের একটি মসজিদ অবস্থিত। মসজিদটি কখন নির্মিত হয় তাহার সঠিক তথ্য পাওয়া যায় নাই। তবে অনুমান করা হয় যে, বহু প্রাচীনকালে এটি নির্মিত হয়েছিল। এই মসজিদকে কেন্দ্র করে এখানে হাট বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
কিভাবে যাবেনঃ
সড়ক পথে যে কোন যানবাহনে রামনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে যাওয়া যায়। ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ৩ কিঃ মিঃ দূরে অবস্থিত।