জহুরিয়া বুড়া মসজিদ | রংপুর

0
352
Shahi Bura Masjid

সংক্ষিপ্ত বিবরনঃ

আনুমানিক ৫ শত বছর পূর্বে এই( Shahi Bura Masjid ) মসজিদ স্থাপিত হয়। এলাকাবাসীর কাছে মসজিদটি বিশাদুর মসজিদ নামে পরিচিত। লোকমুখে জানা যায় মসজিদ নির্মাণের সময় ১৩ জন শ্রমিক কাজ করে খানা খাওয়ার সময় ১২ জন খায়। বর্তমানে পূর্বের  মসজিদের ধসে যাওয়ায় নতুন ভাবে চারতলা ভিত্তি দিয়ে জনগণের সাহায্যে মসজিদটির নির্মাণ কাজ চলিতেছে। মসজিদটিতে বিভিন্ন এলকার লোকজন মান্নত করে। প্রতি শুক্রবার দূর দুরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ এসে নামাজ আদায় করে।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।