সংক্ষিপ্ত বিবরনঃ
ভাটির বাঘ শমসের গাজীর মা কৈয়ারা বিবি( Koiyara Dighi )। জনসাধারণের পানীয় জলের সুবিধার্থ শমসের গাজী মা কৈয়ারা বিবির নামে কৈয়ারা দীঘি খনন করেন। কৈয়ারা গ্রাম ও তাঁর স্মৃতিই বহন করছে। এই বিশাল দিঘি নির্মল ও সুস্বাদু পানির জন্য বিখ্যাত।
কৈয়ারা দিঘিকে নিয়ে নানা অলৌকিক কাহিনী প্রচলিত আছে।
যেমন
“দীঘির মধ্যে জগন্নাথ
পাড়ের মধ্যে বীরসিংহ
পানির মধ্যে কৈয়ারা হাটের মধ্যে লেমুয়া
ঘাটের মধ্যে পানুয়া।”
কিভাবে যাবেনঃ
ছাগলনাইয়া জমদ্দার বাজার থেকে সিএনজি অটোরিক্সা যোগে দারোগার হাট যেতে হবে।অটো ভাড়া ২০/=টাকা