সংক্ষিপ্ত বিবরনঃ
কিশোরগঞ্জ জেলা হাওর এলাকার জন্য বিখ্যাত। এর অর্থনীতির মূল চালিকাশক্তি এই হাওর থেকেই আসে( Mithamoin Haor )। শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয় এই হাওর এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও অনেক জনপ্রিয়। হাওর-বাওর , নদী , সমতলভূমি ও ভাটির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির একটি বিস্তীর্ণ জেলা কিশোরগঞ্জের রূপ সুধা গ্রহণ করতে সারাদেশ থেকেই এখানে পর্যটকেরা আসে। নিকলি, অষ্টগ্রাম, ইটনা হাওরের হাওরের পাশাপাশি এখানকার আরেকটি দৃষ্টিনন্দন হাওর হচ্ছে মিঠাইন হাওর। যা মিঠামইন উপজেলায় অবস্থিত।
মিঠাইন এর উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলী উপজেলা।
যতদূর চোখ যাবে এই হাওরের কোলে কেবল পানি আর পানিই চোখে পড়বে। উপরে নীল আকাশ জুড়ে সাদা কালো মেঘের আনাগোনা আর নিচে অবিরাম জলে তার প্রতিচ্ছবি ভেসে ভেসে উঠছে। এমন মনভোলানো দৃশ্য আর দিগন্তের তটরেখায় ছোট ছোট গ্রাম এখানে দেখতে পাবেন। মাথার উপর দিয়ে কখনো চলে যাচ্ছে সাদা বকের দল, আর এখানে সেখানে ভেসে থাকা জলজ গাছ। জেলেদের জীবন আর জলের কোলে খেলা করা রোদ আর দিগন্তের অথৈ জলরাশির দৃশ্য মন ভরিয়ে দেবে আনন্দে।
এটি মূলত একটি প্রাচীন জনপদ অঞ্চল। মিঠামইন আরো কয়েকটি নামেও পরিচিত- মিঠামন, মিটামইন বা মিটামন বলে অনেকে একে উচ্চারণ করে থাকে। ধারণা করা হয় পার্শ্ববর্তী এলাকায় একসময় প্রচুর মিষ্টি বা মিঠা রসের খাগড়া গাছের বন ছিলো বলে একে এই নামে ডাকা হয়।