সংক্ষিপ্ত বিবরনঃ
ব্যতিক্রমধর্মী একটি বিনোদন কেন্দ্র। চারদিকে ফসলের মাঠ আর সবুজের কোলঘেষে গাইবান্ধায় গড়ে উঠেছে `এসকেএস ইন’( sks inn ) নামের এই বিনোদন কেন্দ্রটি। প্রায় পাঁচ একর ভূখন্ড এলাকা জুড়ে বিস্ততৃ `এসকেএস ইন’-এর পুরো অংশজুড়ে রয়েছে কৃত্রিম ফোয়ারা, রকমারী বৃরাজি, বাঁশঝাড়, কৃত্রিম সুরধ্বনি ও নয়নাভিরাম পুকুরসহ বিভিন্ন স্থাপনা।
গাইবান্ধা জেলা শহরের সন্নিকটে গাইবান্ধা-নাকাইহাট সড়কের রাধাকৃঞ্চপুর নামক স্থানে এটি গড়ে উঠেছে গাইবান্ধায় বিনোদন কেন্দ্র বলতে পৌর পার্ক ছাড়া আর কোন প্রতিষ্ঠান গড়ে উঠেনি। গড়ে উঠেনি রাত্রিযাপনের জন্য উন্নতমানের কোন আবাসিক হোটেল। ভ্রমণপিপাসু ও পর্যটকদের কথা চিন্তা করেই গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংগঠন এসকেএস ফাউন্ডেশন “এসকেএস ইন্” নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
দেশী-বিদেশী উন্নয়ন/দাতা সংস্থা, পর্যটক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মাল্টি-ন্যাশনাল প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অত্যাধুনিক আবাসন সেবা এবং খাবারের সু-ব্যবস্থা রয়েছে প্রাকৃতিক পরিবেশমন্ডিত নান্দনিক এ ক্যাম্পাসে। প্রশিক্ষণ, কনফারেন্স, সেমিনার, কর্মশালা আয়োজনের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৫টি হলরুম। ২০০ আসন বিশিষ্ট ১টি হলরুম ছাড়াও ৩৫টি আসনের দু’টি, ৫০টি আসনের ১টি ও ৮০ আসন বিশিষ্ট হলরুম রয়েছে ১টি। সকল প্রকার বাংলা, চাইনিজ ও ফার্স্টফুড খাবারের জন্য রয়েছে উন্মুক্ত জলধারা রেস্টুরেন্ট। সর্বনিম্ম ৭০ থেকে সর্বোচ্চ সাড়ে ৩০০ টাকার মধ্যে খাবার পাওয়া যাবে এখানে। রয়েছে ২টি ডাইনিং স্পেস। যেখানে একসাথে ৭০ ও ১০০ জন স্বাচ্ছন্দে খেতে পারবেন। বাহিরের যে কেউ অর্ডার দিয়ে খাবার পেতে পারেন এখান থেকে।
রয়েছে তিনটি ভবন। যার নাম দেয়া হয়েছে বালাসী, ভবাণীগঞ্জ ও রাধাকৃঞ্চপুর। এই তিন ভবনে আবাসনের জন্য রয়েছে ৬১টি এসি রুম (সিঙ্গেল/ডাবল) এবং ১১টি নন-এসি রুম (সিঙ্গেল/ডাবল)। প্রতিটি রুমে রয়েছে সৌখিন ও রুচিসম্মত ফার্ণিচার, এলইডি টিভি, মিনি ফ্রিজ, রুম হিটার, ঠান্ডা ও গরম পানিসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
এছাড়াও রয়েছে অত্যাধুনিক ডিজাইনের নীলকুঞ্জ, কামনী, ছায়ানীড়সহ ৫টি কটেজ। যার মধ্যে ২টি ওয়াটার কটেজ এবং ১টি রয়েল ডিলাক্স কটেজ। যেখানে অন্যান্য রুমের সুবিধাদিসহ বাড়তি সুবিধা হিসেবে রয়েছে সু-পরিসর বাথটাব। এসব কটজে রাত্রীযাপন করতে ব্যয় হবে ৩ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা পর্যন্ত। রয়েছে সুইমিং পুল। জিম কর্ণার। চাইল্ড কর্ণার। ফ্রী ওয়াই-ফাই। গেম জোন। উন্মুক্ত মঞ্চ।
কিভাবে যাবেনঃ
গাইবান্ধা থেকে রিকসা, অটোরিকসা খুব সহজেই যেতে পরেন।