সীতেশ বাবুর চিড়িয়াখানা | শ্রীমঙ্গল

0
456

সংক্ষিপ্ত বিবরণঃ

শ্রীমঙ্গল পৌর শহরের রামকৃষ্ণ মিশন রোডের একটি দ্বিতল বাড়ি । এটিই সিতেশ রঞ্জন দেবের বাসা( sitesh babu’s zoo )। রামকৃষ্ণ সেবাশ্রমের পাশেই অবস্থিত এই বাড়িটিতেই সিতেশ বাবু তৈরি করেছেন তার মিনি চিড়িয়াখানাটি । বাসার বামপাশে দিয়ে ছোট একটি টিনের গেটের ভেতর দিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে হয় । চিড়িয়াখানায় প্রবেশমাত্রই শুরু রাস্তায়ই চোখ পড়বে গুঁইসাপ ! দেখবেন আপনার দিকে তেড়ে আসছে। অবশ্য চমকে ওঠার কোনো কারণ নেই , খাঁচার মধ্যেই রাখা হয়েছে জীবটিকে । কুমির আকৃতির এই গুঁইসাপের বৈশিষ্ট হলো মুখ দিয়ে থুথু ছুড়ে মারা । এরপরই চোখে পড়বে একটি মেছো বাঘ । এক সময় প্রচুর পরিমাণে শ্রীমঙ্গলে দেখা যেতো এই বাঘ । আর একটু এগিয়ে বামে তাকালেই চোখে পড়বে রঙের বর্ণচ্ছ্বটা আর কানে আসবে কিচিরমিচির শব্দ।

বিরল প্রজাতির এই পাখিগুলো দেখে যেকেউই  বিস্ময়াভূত হবেন । এই পক্ষীকুলের ভেতর থেকে হঠাৎ বাংলা কথা শোনা গেলে অবাক হবেন না , ওটা সিতেশ বাবুর ময়নার ডাক ! সিতেশ দেবের চিড়িয়াখানাটিতে রয়েছে জংলী রাজহাঁস, চখা , সরলী , রাজ সরলী , চা পাখি , ধনেশ , হরিয়াল , সবুজ ঘুঘু , বনমোরগ , ডাহুক , জল কবুতর , নীল গলা বসন্ত বৌরি , তিলা ঘুঘু ও তিতির , ময়না , টিয়া , তোতা , পাহাড়ি বকসহ বিভিন্ন প্রজাতির পাখি ।

এরপর দেখবেন সোনালি কচ্ছপ । যারা আগে কখনো সোনালি কচ্ছপ দেখেননি , নিঃসন্দেহে তাদের কাছে এই কচ্ছপটি বিস্ময়কর মনে হবে । এই সোনালি কচ্ছপের বৈশিষ্ট্য হলো এটি গাছে চড়তে পারে । সোনালি রঙের এই প্রানিটি ফল খায়, গাছে চড়ে । ছোট্ট এই চিড়িয়াখানার আরেক আকর্ষণ উড়ান্ত কাঠবিড়ালী । নিতান্তই নিরীহ গোছের এই প্রাণীটি এক স্থান থেকে আরেক স্থানে ৩০০ থেকে ৪০০ফুট দূরে ডানা মেলে উড়ে যেতে পারে । উড়ন্ত অবস্থায় এদের শরীরের চমড়া ছড়িয়ে পড়ে ডানার আকৃতি  নয়ে । কিন্তু চিড়িয়াখানায় বাঘ থাকবে না তা কি হয় ? অতএব এবার বাঘ দর্শন । তাও আবার যে সে বাঘ নয় , সাদা বাঘ । এই প্রজাতির বাঘ বাংলাদেশে আর কোথাও নেই । পুরু শরীরের দুধের মতো সাদা প্রশমে আবৃত বিরল এ বাঘটি নিমিশেই তার চোখের রং পাল্টাতে পারে বাঘ যখন আপনি দেখবেন আচমকাই বাঘটির জন্য আপনার মায়া হবে । মুখ দিয়ে বাঘটির দিকে একটু ফুঁ দিলেই সাপের মত পুস করে উঠবে আপনার দিকে। চিড়িয়াখানার বাম দিকে রয়েছে মায়া হরিণের দল আদর করতে ইচ্ছে হলে খাঁচার ভিতর হাত বাড়িয়ে দিন ।

দেখবেন হরিণগুলো এসে তার জিহবা দিয়ে আপন মনে আপনার হাত স্পর্শ করে দিচ্ছে । একটি প্রানী আপনাকে আদর করে দিচ্ছে ভাল নালেগে কি পারে । মায়া হরিণের পরেই রয়েছে ভাল­ুকের খাঁচা এখানে রয়েছে দু’টি ভাল­ুক এদের সারা শরীর কালো গলায় রয়েছে সাদা ভিআকৃতির দাগ জংগলের হিংসপ্রাণী হলেও চিড়িয়াখানায় এ ভাল­ুক দু’টি প্রায়ই খাঁচা থেকে বেড়িয়ে আসে সিতেশ বাবু ও তার ছেলেদের সাথে বাসার ভিতরেই হাঁটা চলা করে কখন হাত ধরে কখন কাধে চড়ে । আবার প্রায় সময় তার কুকুরের সাথে খেলাও করে । চিড়িয়াখানায় এক কোনে রয়েছে অজগরের অবস্থান ।

এখানে রয়েছে এক জোড়া অজগর ফেরার আগে অবশ্যই অজগর গুলোকে দেখে যাবেন । কারণ এই অজগর গুলো পাঁচ বছর আগে এখানেই ৩৮টি ডিম পেড়েছিল । সে ডিম থেকে বাচ্চা ফুটেছিল পরবর্তীতে বাচ্চাগুলোকে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয় । এরপর পরই রয়েছে পুরু শরীর জোড়া  কাঁটা আবৃত সজারু,  হিমালয়ান পাম্প সিভিট, রয়েছে সাদা ডুরাকাঁটা সোনালী বাঘ, প্রায় শতাধিক রাজকীয় পায়রা ও লম্বা লেজওয়ালা হনুমান । প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য চিড়িয়াখানা উন্মুক্ত থাকে । চিড়িয়াখানায় প্রবেশের জন্য কোন ফির প্রয়োজন নেই । তবে যাওয়ার সময় যদি হাতে সময় থাকে তাহলে কথা বলে যেতে পারেন চিড়িয়াখানার পরিচালক সিতেশ বাবুর সাথে। জানতে পারেন তাঁর  দুরদর্শ কিারী জীবনের কাহিনী ।

যেভাবে যেতে হবেঃ
শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়ক ধরে কালাপুর বাজার থেকে একটু সামনে এগুলেই বরুনা-হাজীপুর পাকা রাস্তার দেখা মিলবে।
এ রাস্তায় প্রবেশ করে যেতে হবে হাজীপুর বাজারে। স্থানীয়দের কাছে এ বাজারটি ঘাটেরবাজার নামে পরিচিত। সেখান থেকে মোটর সাইকেলে বা পায়ে হেটে প্রায় ৩/৪ কিলোমিটার দূরে অবস্থিত হাইল হাওর। হাজীপুর বাজারে বেশ ক’জন গাইড রয়েছে। আপনি চাইলে গাইডের সাহায্যও নিয়ে যেতে পারেন সীতেশ বাবুর মিনি চিড়িয়াখানায়।

অথবা

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। এখানে রুপশপুর এলাকাতেই সিতেশ বাবুর চিড়িয়াখানা। সিলেট বিভাগের মধ্যে এই একটিই চিড়িয়াখানা রয়েছে।

শ্রীমঙ্গল টাউন থেকে একটি গাড়ি রিজার্ভ করে পৌঁছে যান রুপশপুরে। গাড়ি থেকে নেমেই টিকেট কাউন্টার থেকে ছয়টি টিকেট কিনে নিন। এই চিড়িয়াখানায় প্রবেশ টিকেট মূল্য ২০ টাকা।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।