সোনাতলা জামে মসজিদ | সিলেট

0
350

সংক্ষিপ্ত বিবরণঃ

১৯৪৮ সালে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি এই মসজিটি( sonatola jame mosjid sylhet ) নির্মাণ করেণ। এটি প্রাচীন নিদর্শণ এর মধ্যে একটি । তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদটি আজও পূর্বের অবস্তানে অটল রয়েছে। ১৫০ বছর পুরোনো মসজিদটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

কিভাবে যাবেনঃ
সিলেট আম্বর খানা থেকে সিএনজি তে তেমুখি এসে সোনাতলার সিএনজি তে পুনরায় উঠে আসলে এই মসজিদ টি পাওয়া যায়। থেমুখি-শিবের বাজার রাস্তার মধ্যে এটি অবস্থিত। এটি সোনাতলা গ্রামে অবস্থিত।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।