Trvael_tax_BD

ট্রাভেল ট্যাক্স দেয়া থাকলে সর্বোচ্চ কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন?

অনেকের কাছেই একটি বড় প্রশ্ন ট্রাভেল ট্যাক্স (Travel Tax) দেয়া থাকলে সর্বোচ্চ কতদিন পর্যন্ত ব্যবহার করবেন?

আপনি যদি একবার ট্রাভেল ট্যাক্স দিয়ে থাকেন তাহলে পাসপোর্ট মেয়াদ যতোদিন থাকবে ততোদিন পযন্ত ট্রাভেল করতে পারবেন। এবং একবার ট্রাভেল ট্যাক্স দিয়ে একবারের অধিক ভ্রমণ করা যায়না।

আসুন একটু বিস্তারিত আলোচনা করি।

MD. Ariful Islam সোনালী ব্যাংকের এক কর্ম কর্তা হিসাবে বলছি "যত দিন পর্যন্ত ট্রাভেল ট্যাক্স বাড়াবে না তর দিন পর্যন্ত সর্বোচ্চ একবার ইউজ করতে পাবেন"

Arafat Rahman আমি সেখানে অফিস ইনচার্জকে জিজ্ঞাসা করেছি, এবং তিনি আমাকে বলেছিলেন যে এটি আপনার পাসপোর্ট যতোদিন আছে ততোদিন ব্যবহার করতে পারবেন।

এছাড়া আপনি যদি হাড়িয়ে ফেলেন বা পাসপোর্ট হাড়িয়ে যায় তাহলে আপনাকে নতুন করে ট্রাভেল ট্যাক্স দিতে হবে।

তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন ট্রাভেল ট্যাক্সে পাসপোর্ট নাম্বার এবং নাম সঠিক ভালে এন্টি করার।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *