সংক্ষিপ্ত বিবরণঃ
দেশের সবচেয়ে বেশি আনারস( anaros bagan )উৎপন্ন হয় এই শ্রীমঙ্গলে, তাই শ্রীমঙ্গলকে অনেকে আনারসের রাজধানীও বলে থাকেন। এই আনারস সারাদেশ জুড়েই বিখ্যাত কেননা স্বাদে-গন্ধে এ আনারস অতুলনীয়। শ্রীমঙ্গলে ভ্রমনে আসার পর যদি হাতে সময় থাকে তাহলে শহর থেকে গাড়ি বা মোটরসাইকেলে চেপে চলে যান মোহাজেরাবাদ, বিষামনি, পিচের মুখ বা সাতগাঁও পাহাড়ে।
আনারস বাগান এলাকায় পৌঁছার সাথে সাথেই নাকে আসবে পাকা আনারসের সুমিষ্ট গন্ধ। ভোরে এসব এলাকায় গেলে দেখতে পাবেন শত শত শ্রমিক বাগানের টাটকা আনারস পেড়ে ঠেলাগাড়িতে সাজিয়ে রাখছে। সাজনো গোছানো আনারস বাগানের এই সৌন্দর্য্য কোন অংশে চা বাগানের চেয়ে কম যায় না।