সংক্ষিপ্ত বিবরনঃ
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আওলিয়াপুর গ্রামে অবস্থিত। অত্যাচারী ইংরেজী নীলকর ডানলপ এ কুঠি( Auliapur Nilkuthi ) নির্মান করেন। মাদারীপুর জেলার পাচ্চরসহ বিভিন্ন এলাকায় তার অনেক নীলকুঠি ছিল। আওলিয়াপুর নীলকুঠি এজন্য বিখ্যাত যে, এখানে নীলকর ডানলপের বাহিনীর সাথে ফরায়েজী নেতা হাজী শরীয়তউল্লাহর অনুসারীদের এক যুদ্ধ সংগঠিত হয়। ডানলপের বাহিনী চরম পরাজয় বরণ করে। স্থানটি রণখোলা নামে পরিচিত এবং রেকর্ডপত্রে রণখোলার উল্লেখ আছে। কুঠির ধ্বংসাবশেষ এখনও বিদ্যামান।
কিভাবে যাবেনঃ
মাদারীপুর শহর হয়ে কাজীর টেক ফেরিঘাট পার হয়ে ছিলারচর বাজারের কাছে গিয়ে জিজ্ঞেস করলে লোকজন দেখিয়ে দেবে।
থাকার ব্যবস্থা:
সেখানে থাকার কোন সু-ব্যবস্থা নেই। মাদারীপুর শহরে আবাসিক হোটেলে থাকতে হবে।