টানা ১০০ দিন পর ১ জুলাই খুলেছে কুয়াকাটা সমুদ্রসৈকত টানা ১০০ দিন লকডাউন শেষে আজ বুধবার থেকে ভ্রমণের জন্য উন্মুক্ত হলো কুয়াকাটা সমুদ্রসৈকত।
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে নয়নাভিরাম এ সৈকতে একশ দিনের জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় জেলা প্রশাসন।
দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে গত বৃহস্পতিবার কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের কাছে পর্যটননির্ভর ব্যবসা প্রতিষ্ঠান চালু করার অনুমতি চায়।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ১ জুলাই থেকে সেগুলো চালু করার অনুমতি দেয়। কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ সাংবাদিকদের বলেন,
‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪টি শর্তে ১ জুলাই থেকে আবাসিক হোটেল মোটেল, রেস্তোরাঁ খোলার নির্দেশ দিয়েছে প্রশাসন। আবাসিক হোটেল মালিকরা স্বাস্থ্যবিধি মেনে পর্যটক রাখছে কি না, জেলা প্রশাসন ও হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে তা পর্যবেক্ষণ করবে।’
মোতালেব শরীফ আরো বলেন, ‘আমাদের হোটেল ও মোটেলগুলোতে অনেক কর্মী কাজ করছে। প্রশাসনের এ অনুমোদনের ফলে আমাদের আমাদের সবারই উপকার হবে। আমরা চেষ্টা করব প্রশাসনের সব শর্ত মেনে চলতে।’ তথ্য সূত্রঃ NTV
এয়ার টিকিট অথবা ট্যুর প্যাকেজ ক্রয় করতে এখানে যোগাযোগ করুনঃ 01765444466
www.chokkor.com