আসুন জেনে নেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের খুটিনাটি

0
506
Panchagarh Express

মোট কোচ সংখ্যা ১২ টি।( Panchagarh Express )
এসি কেবিন – ১টি,
এসি চেয়ার কোচ – ১টি,
শোভন চেয়ার কোচ– ৭ টি,
পাওয়ার কার– ১ টি
নামাজ ঘর – ১ টি
গার্ড ব্রেক – ২ টি
খাবার কোচ – ২ টি

আসন বিন্যাস 
মোট আসন- পঞ্চগড় হতে ৮৯৬ টি ও ঢাকা হতে ৮৭১ টি
পঞ্চগড় – ৩০%
ঠাকুরগাঁও – ২৫%
দিনাজপুর – ৩০%
পার্বতীপুর – ১৫%
ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কোন যাত্রি কমলাপুরের উদ্দেশ্য যেতে পারবে না। তাই কোন সিট বরাদ্দ নেই।

টিকিট মুল্য –
“ঢাকা – পঞ্চগড়”
শোভন চেয়ার – ৫৫০, এসি কেবিন – ১৯৪২, এসি চেয়ার – ১০৫৩

“ঢাকা – ঠাকুরগাঁও
শোভন চেয়ার – ৫২০, এসি কেবিন – ১৮৩৩, এসি চেয়ার – ৯৮৯

“ঢাকা – দিনাজপুর”
শোভন চেয়ার – ৪৬৫, এসি কেবিন – ১৬৪৯, এসি চেয়ার – ৮৯২

“ঢাকা – পার্বতীপুর”
শোভন চেয়ার – ৪৪০, এসি কেবিন – ১৫৬৩, এসি চেয়ার – ৮৪০

বিরতি স্টেশন – পঞ্চগড়, ঠাকুরগাঁও,দিনাজপুর,পার্বতীপুর,বিমানবন্দর, ঢাকা।

সময়সূচীঃ 
ঢাকা হতে ছাড়বে – ০০ঃ১০ (রাত ১২টা ১০ মিনিট),
ঢাকা বিমানবন্দর – ০০ঃ৪২ (রাত ১২টা ৪২ মিনিট)
পার্বতীপুর – ০৭ঃ০০ (সকাল ৭টা ০০ মিনিট)
দিনাজপুর – ০৭ঃ৩৭ (সকাল ৭টা ৩৭ মিনিট)
ঠাকুরগাঁও – ৮ঃ৫৫ (সকাল ৮টা ৫৫ মিনিট)
পঞ্চগড় পৌছাবে- ৯ঃ৪০ (সকাল ৯টা ৪০ মিনিট)
পঞ্চগড় হতে ছাড়বে – ১৩ঃ১৫ (দুপুর ১টা ১৫ মিনিট)
ঠাকুরগাঁও – ১৩ঃ৫৩ (দুপুর ১টা ৫৩ মিনিট)
দিনাজপুর – ১৫ঃ০২ (দুপুর ৩টা ০২ মিনিট)
পার্বতীপুর – ১৫ঃ৫৫ (দুপুর ৩টা ৫৫ মিনিট)
ঢাকা বিমানবন্দর – ২২ঃ০৩ (রাত ১০টা ০৩ মিনিট)
ঢাকা পৌছাবে – ২২ঃ৩৫ (রাত ১০টা ৩৫ মিনিট)


অন্যান্য তথ্যঃ 
১. ট্রেনটির কোন বন্ধের দিন নেই। ট্রেনটি চলবে সপ্তাহের ৭ দিনই।
২. নতুন আমদানিকৃত উন্নত মানের কোচ ।
৩. পার্বতীপুর – ঢাকা – পার্বতীপুর বিরতিহীন চলবে।
৪. ট্রেনে রয়েছে বায়ো টয়লেট, ট্রেন স্টেশনে থামা অবস্থায়ও ব্যাবহার করা যাবে।
৫. রয়েছে ডিজিটাল ডিসপ্লে। ট্রেনের অবস্থান ডিসপ্লেতে দেখা যাবে।
৬. বাধ্যতামূলক খাবার ব্যবস্থা নেই।

পোস্টটি সংগ্রহীত, পোস্ট দাতা হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে ইমেইল করুন ক্রেডিট যোগ করে দেওয়া হবে। vromoninfobd@gmail.com

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here