বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভ

0
252
Boleshwari Ghat Shahid Sritistombho

সংক্ষিপ্ত বিবরনঃ

( Boleshwari Ghat Shahid Sritistombho )পিরোজপুর শহরের পশ্চিম পার্শ্বে বলেশ্বর নদীর তীরে ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে পিরোজপুরের অদূরে চালিতাখালী গ্রাম থেকে এক দড়িতে ধরে আনা হয় মোসলেম আলী শেখ, আব্দুর রহমান সরদার, খাউলবুনিয়ার আব্দুল গফ্ফার মাস্টার, জলিল হাওলাদার, জুজখোলার শতীষ মাঝি এবং শামছু ফরাজীসহ ১২ জন হতভাগ্যকে একসাথে বলেশ্বরের বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করা হয়।

কিভাবে যাবেনঃ

পিরোজপুর শহর থেকে রিক্সা যোগে যাওয়া যাই (১০-১৫ /- ভাড়া) ।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here