রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্যঃ ঐতিহাসিক লকমা রাজবাড়ি( Lakma Rajbari ) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে অবস্থিত। লকমা চৌধুরীর পরনাতীসহ উত্তরাধিকারী ও স্থায়ী বাসিন্দার সমন্বয়ে বাড়িটিতে বর্তমানে ৪২ জন সদস্য সমিতি করে দেখাশুনা করেন ।
লকমা চৌধুরীর পরনাতীর কাছ থেকে জানা যায়, প্রায় ২০০-৩০০ বছর পূর্বে বাড়িটি নিমার্ণ হয় এবং বর্তমানে এখানে প্রায় ১৫ বিঘা জমি আছে । এই সকল জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফল ও ফুলের বাগান দেখা যায়। স্থানীয় লোকজনের মতে, দালান দুটির একটি ঘোড়াশাল এবং অপরটি হাতীশাল ছিল ।
তার একটু সামনে মাটির একটি ঢিবি রয়েছে, সেখানে ইউ আকৃতির বহু পুরাতন দ্বিতল ভবনের অবস্থান । ভবনের কিছুটা অংশ মাটির নীচে ডেবে গেছে বলে জনশ্রুতি আছে। লকমা চৌধুরীর বাড়ীর পূর্ব পার্শ্বে কর্মচারীর ঘর ও কবরস্থান রয়েছে। সংস্কারের অভাবে বর্তমানে রাজবাড়ীটি ধ্বংস হতে চলেছে । এখনও প্রতিদিন অনেক লোক স্বচক্ষে রাজবাড়ীঢি দেখার জন্য আসেন। আশা করি আপনিও সময় করে চলে আসবেন।
কিভাবে যাবেনঃ ঐতিহাসিক লকমা রাজবাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে অবস্থিত।