ভাঁড়ারা শাহী মসজিদ | পাবনা

0
450
Bharara Shahi Mosque

ভাঁড়ারা শাহী মসজিদ সম্পর্কে কিছু তথ্যঃ ১৭৫৭ সালে বাদশাহ শাহ আলমের রাজস্ত কালে দৌলত খা পুত্র আসালত খা ভাঁড়ারা শাহী মসজিদ ( Bharara Shahi Mosque ) নির্মান করেন। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি যাহা শুধু মাত্র গম্বুজ দ্বারা বেষ্টিত। অনেক পুরাতন মসজিদ হলে উহার আকৃতি এবং অবস্থান অনেক সুন্দর। পদ্মনদী এর পাড়ে অবস্থিত ভাঁড়ারা শাহী মসজিদ। বর্তমান পদ্মা  নদী 3 মাইল দূরে। মসজিদের পূর্বপাশে একটি মাজার রয়েছে। মাযারটি খুবই লম্বা আকৃতি। ফকির শাহ মাজার হিসাবে পরিচিত। লোকের মুখে শুনা যায় ভাঁড়ারা ঐতিহাসিক শাহী মসজিদ এর রাতে নির্মান হয়েছে। ভাঁড়ারা শাহী মসজিদ শাহী শাসন আমলে একটির উজ্জল দৃষ্টান্ত এবং ঐতিহ্য বহন করে।

প্রতি শুক্রবারে শত শত মানুষ জুম্মার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়।

অবস্থান: পাবনা সদর উপজেলা ভাঁড়রা ইউনিয়নে অবস্থিত।
কিভাবে যাবেনঃ পাবনা শহর হতে প্রায় ৩ কিলোটিমার দূরে কালিদহ মোড়, সেখান থেকে ডানদিকে পাকা রাস্তা হয়ে দোগাছী বাজার হয়ে ঐতিহাসিক শাহী মসজিদে যাওয়া  যাবে।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।