লেবু বাগান | শ্রীমঙ্গল

0
312

সংক্ষিপ্ত বিবরণঃ

( lemon garden )খুব ভোর উঠে শ্রীমঙ্গল বাজারে যদি যান , তাহলে দেখবেন শুধু লেবু আর লেবু । নিজের চোখকেই অবিশ্বাস্য মনে হবে এতো লেবু শ্রীমঙ্গলে  জম্মে । শ্রীমঙ্গলের চা বাগানের ফাঁকে ফাঁকে রয়েছে শত শত লেবু বাগান । খুব ভোর থেকেই জীপ ও ঠেলা ভর্তি করে লেবু ব্যবসায়ীরা বাগান থেকে লেবু এনে বাজারে জমা করে । শহর থেকে চা বাগান ধরে যেকোন দিকে  এগুলেই দেখতে পাবেন ছোট ছোট লেবু বাগান , বাগানের কাছে গেলেই আচমকা লেবুর ঘ্রাণ লাগবে আপনার নাকে । এখানে সাধারনত ৮/১০ প্রকারের লেবু হয়ে থাকে। যাবার সময় কিছু লেবু কিনে নিয়ে যেতে পারেন। কারন দেশের যে কোন জায়গা থেকে শ্রীমঙ্গলে লেবু সস্তা। এছাড়াও শ্রীমঙ্গলের চার পাশে ছড়িয়ে ছিঠিয়ে রয়েছে আগর, নাগা মরিচ, কাঠাল, পেয়ারা, কূল বরই, সাগর কলা ও লিচু সহ বিভিন্ন ফলের বাগান । বনের এসব বাগান গুলো নিজ নিজ বৈশিষ্ট নিয়ে শ্রীমঙ্গলের শ্রীর সাথে একাকার হয়ে আছে।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here