মাগুরছড়া গ্যাসকূপ | শ্রীমঙ্গল

0
167

সংক্ষিপ্ত বিবরণঃ

হাতে সময় থাকলে মাগুরছড়া গ্যাসকূপটিও( maghurchora gas kup )দেখে আসতে পারেন , ১৯৯৭ সালের ১৪ জুন এই কূপ খননকালে বিস্ফোরন ঘটে। বিস্ফোরণের দীর্ঘ দিন অতিবাহিত হলেও এখনো আপনার চোখে পড়বে আগুনে পোড়া বৃক্ষগুলো । কিছু কিছু বিশেষজ্ঞের মতে , এটি এশিয়ার সর্ববৃহৎ তেল ও গ্যাসের খনি । এ গ্যাস কুপের পাশেই রয়েছে মার্কিন কোম্পানী সেভরনের জেরিন চা বাগানে ও কালাপুরে গ্যাস কুপ অনুমতি নিয়ে   আপনি গ্যাস কূপ গুলোও দেখেযেতে পারেন। তাৎক্ষনিক অনুমতি না নিতে পারলেও বাহির থেকেও কূপ গুলো দেখে যেতে পারেন

অবস্থানঃ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া গ্যাসক্ষেত্র

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here