সংক্ষিপ্ত বিবরনঃ
রংপুর জেলার একটি গ্রামের নাম পায়রাবন্দ( Pairaband )। এই গ্রামটি উপমহাদেশে বিশেষভাবে পরিচিত। এই গ্রামটি উপমহাদেশে পরিচিতির কারন হলো এই গ্রামে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহন করেছেন।রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ গ্রামটি অবস্থিত।
রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে বাংলাদেশ সরকার একটি গণউন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে পৈতৃক ভিটায় ৩ দশমিক ১৫ একর ভূমির ওপর নির্মিত হয়েছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। এতে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউজ,৪ তলা ডরমেটরি ভবন,গবেষণা কক্ষ,লাইব্রেরি ইত্যাদি রয়েছে। স্মৃতিকেন্দ্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সরকারের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পায়রাবন্দ গ্রামে এ সব দেখা যাবে।