রানী রাসমণি বিচ | চট্টগ্রাম

0
381

সংক্ষিপ্ত বিবরণঃ

চট্টগ্রাম শহরকে ঘিরে গড়ে ওঠা তিনটি বিচের একটি রানী রাসমনি বিচ( rani rasmoni beach )। বেশীরভাগ চট্টগ্রাম অঞ্চলের মানুষজনই এখানেঅবকাশযাপন করতে আসে। এর খ্যাতি এখনো চারদিকে ছড়িয়ে পড়েনি। যদিও এটি সমুদ্র পারে নয় মূলত কর্ণফুলী নদীর তীরেএটি। এছাড়া এখানে রয়েছে সুন্দর একটি ঝাউবন যা এর সৌন্দর্য বৃদ্ধি করেছে।

এই সৈকতটিকে কয়েকনামে ডাকা হয়।

১।হালিশহর সমুদ্র সৈকত ২। দক্ষিণ কাট্টলী সৈকত ৩। রাণী রাসমনি সী বিচ নিচে এই সৈকতে যাওয়ার Google Map এর লিংক দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। টুর ও বিনোদনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেননা।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here