লুং ফের ভা সাইতার | বান্দরবান

0
692

সংক্ষিপ্ত বিবরণঃ

বান্দরবানে অবস্থিত একটি বিশাল ঝর্নার নাম। নাম যেমন কঠিন, এই ঝর্নায় যাওয়ার ট্রেইলও তেমন কঠিন( lung fer va saitar bandarban )। এখন পর্যন্ত হাতে গোনা মাত্র কয়েকজন মানুষের পা পড়েছে এই ঝর্নায়। থিংদৌলতে পাড়া থেকে ‘তার পি’ ফলসও দেখে আসতে পারবেন। তবে মনে রাখবেন অনেক বিপদজনক ট্রেইল এটা।

কিভাবে যাবেনঃ
বান্দারবান-রুমা-বগালেক-কেওক্রাডং-থাইকং পাড়া-থিংদৌলতে পাড়া-সিলোপি পাড়া- লুং ফের ভা সাইতার।

অথবা
বান্দারবান-রুমা-বগালেক-কেওক্রাডাং-পাসিং পাড়া-সুংসাং পাড়া-ডাবল ফলস-তারপি সাইতার-থিং দৌলতে পাড়া- সিলোপি পাড়া-লুং ফের ভা সাইতার।

কোথায় থাকবেনঃ
এখানে বিভিন্ন অধিবাসীদের ঘরে থাকার ব্যবস্থা করা যায়।আর তাছাড়া বিভিন্ন আবাসিক হোটেল ও আছে।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here