সংক্ষিপ্ত বিবরণঃ
এডভেঞ্চার প্রেমীদের জন্য দুর্গম পাহাড়-পর্বতের বন্ধুর পথ পেরিয়ে গহীনের সৌন্দর্য আস্বাদনই চরম জয়ের অনুভূতি( Sonaichhari trail )। অসংখ্য সৌন্দর্যের এক উপাখ্যান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা। সৌন্দর্যে মোড়ানো এই উপজেলায় প্রকৃতির সবকিছুই আছে। পাহাড়, পর্বত, ঝর্ণা, ট্রেইল, ইকো পার্ক কি নেই এখানে! সীতাকুণ্ডের গহীন পাহাড়ে কি পরিমাণ রহস্য আর সৌন্দর্য যে লুকিয়ে আছে তা সেখানে না গেলে বিশ্বাস হবে না। এখানে যত পাহাড়ি ট্রেইল আছে তার মধ্যে সবচেয়ে দুর্গম, রহস্যময় এবং সুন্দর ট্রেইল হলো সোনাইছড়ি ট্রেইল। ভয়ংকর সুন্দর এই ট্রেইলের প্রতি পদক্ষেপেই পাবেন ভয় জড়ানো এডভেঞ্চারের স্বাদ।
সোনাইছড়ি ট্রেইলটি সীতাকুণ্ডের মীরসরাই পাহাড় রেঞ্জের হাদি ফকিরহাট বাজার এলাকায় অবস্থিত। বন্য পাথুরে সোনাইছড়ি ট্রেইল বারৈয়াঢালা অভয়ারণ্যের আওতাভুক্ত। ২৮ কিলোমিটার দীর্ঘ এই ট্রেইলটি মীরসরাইয়ের অন্যান্য ট্রেইলগুলো থেকে একদম আলাদা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বর্ষায় এর ভয়াবহতা বেড়ে যায় অনেকগুন। বৈচিত্র্যময় এই ট্রেইল পুরো মাত্রায় বুনো এবং পাথুরে। সোনাইছড়ি ট্রেইলের সবচেয়ে বড় সৌন্দর্য এর পাথুরে পথ আর বোল্ডার।
এই ট্রেইলে তিন্দুর বড় পাথরের মত প্রচুর বড় বড় পাথর দেখতে পাবেন। পাথুরে এই ট্রেইলে বড় বড় পাথরের ঢল আর পাহাড়ি সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর। আপনাকে নিয়ে যাবে এক অজানা রাজ্যে। বর্ষায় পিচ্ছিল হয়ে যায় পাথরের বড় বড় বোল্ডারগুলো। পুরো পথটাই বড় বড় পাহাড়, গভীর গিরিখাত, উঁচু নিচু ছড়া আর গভীর কুমে ভরা এবং ট্রেইলের শেষ মাথায় মনোমুগ্ধকর সোনাইছড়ি ঝর্ণা পাবেন। সম্পূর্ণ পথটাই আপনাকে দেবে এক ভয় মিশ্রিত শিহরণ। বর্ষায় যাওয়া খুবই বিপজ্জনক। তাই আপনাকে যেতে হবে শুকনো মৌসুমে।
কখনো বড় বড় বোল্ডার আর দুই পাহাড়ের ফাঁক দিয়ে সামনে এগিয়ে যাওয়া, আবার কখনো খাড়া কোনো পথ বেয়ে উপরে উঠা। কোথাও স্বল্প আলো আবার কোথাও সম্পূর্ণ উন্মুক্ত আকাশ। এ যেন ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এই ট্রেইলটি নানা রহস্যে আবৃত। এখানে রয়েছে বাদুইজ্জা কুম। কুম বা সুড়ঙ্গ যাই বলা হউক না কেন এটি একটি সংকীর্ণ অথচ বিস্তৃত গভীর কুম, যার দুপাশের পাথুরে দেয়াল খাড়া ১০০-১৫০ ফুট উঁচু। ভেতরে গহীন অন্ধকার। ভেতরে হাজার হাজার বাঁদুরের ডানা ঝাপটানো আর কিচ কিচ চিৎকারে কানে তালা লাগার অবস্থা হয়। যা সৃষ্টি করে রেখেছে এক ভয়াবহ ভুতুড়ে আবহ। এই রোমাঞ্চ আর ভয়াবহতা এক অমোঘ আকর্ষণে টেনে নিয়ে যায় এডভেঞ্চার প্রেমীদের সোনাইছড়ি ট্রেইলে।
কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে নেমে পরুন হাদি ফকিরহাট। মুল রাস্তা থেকে ভেতর দিকে যে রাস্তা গেছে ওটা ধরে এগিয়ে যেতে থাকলে রেললাইন পার হয়ে আরো খানিকটা ভেতরে গেলে স্থানীয় কোন ছোট ছেলেকে নিয়েকে ঘুরে আসতে পারেন এই ট্রেইল থেকে। বড়পাথর বললেও ওরা চিনবে। ২০০-৩০০ টাকা দিয়ে দিন।