দয়াময়ী মন্দির | জামালপুর

0
330

সংক্ষিপ্ত বিবরনঃ

জামালপুর শহরের ০ পয়েন্টে দয়াময়ী মন্দির( Doyamoyee Temple ) অবস্থিত। মন্দিরটি অতি প্রাচীণ। এখানে প্রাচীন সভ্যতা ও আধুনিক স্থাপত্যের কারুকার্যের সংমিশ্রণে এর নির্মাণ কাজ করা হয়। এখানে হিন্দু সম্প্রদায়ের লোক জন প্রতিদিনই বিভিন্ন পুজা অর্চণা করে থাকে। এবং প্রতি বছর অস্টমী মেলার সময় বিভিন্ন দেবতার নামে মান্নত করা হয়। মন্দিরটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য ভক্ত অনুরাগীরা ও দর্শনাথীগণ এখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন।

কিভাবে যাবেনঃ

জামালপুর রেল স্ট্রেশন থেকে অটো যোগে ৫ টাকা এবং রিক্সা যোগে ১০ টাকায় যাওয়া যায়। রাজীব বাস স্ট্যান্ড থেকে অটো যোগে ৫ টাকা এবং রিক্সা যোগে ১০ টাকায় যাওয়া যায়।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।