হাজাছড়া ঝর্ণা | রাঙামাটি

0
330
Hazachora Waterfall

সংক্ষিপ্ত বিবরণঃ

হাজাছড়া ঝর্ণাটি( Hazachora Waterfall )রাঙামাটি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণা । সাজেকগামী পর্যটকদের কাছে বর্তমানে ঝর্নাটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় অবস্থিত। মূল রাস্তা হতে ১৫ মিনিট ঝিরিপথ ধরে হেঁটেই পৌঁছানো যায় ঝর্ণার পাদদেশে। ঝর্ণার হীমশিতল পানি আর সবুজেঘেরা ঝিরিপথ পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। শীতকালে এর পানির প্রবাহ কমে যায়।

হাজাছড়া নামক এলাকা হতে ঝর্ণার উৎপত্তি বিধায় এর নাম হাজাছড়া ঝর্ণা। এটি শুকনাছড়া ঝর্ণা বা দশ নাম্বার ঝর্ণা নামেও পরিচিত। ঝর্ণাটির স্থানীয় পাহাড়িদের দেয়া নাম হল চিত জুরানি থাংঝাং ঝর্ণা ; যার অর্থ মন প্রশান্তি ঝর্ণা।

কিভাবে যাবেনঃ
অবস্থানগত কারণে হাজাছড়া ঝর্ণা রাঙামাটির অন্তর্গত হলেও এখানে যাওয়ার জন্য আপনাকে খাগড়াছড়ি হয়েই যেতে হবে। ঢাকা থেকে সেন্টমার্টিন, শ্যামলী, হানিফ, শান্তি পরিবহন ও অন্যান্য পরিবহনের বাসে চড়ে খাগড়াছড়ি যেতে পারেন। ভাড়া পড়বে ৪৭০ থেকে ৫২০ টাকা। এছাড়া বিআরটিসি পরিবহনের বাসে চড়েও যেতে পারেন খাগড়াছড়ি। শান্তি পরিবহনের বাসে চড়ে সরাসরিও দীঘিনালা যেতে পারেন। দীঘিনালা বাস টার্মিনাল থেকে মোটরবাইক বা চাঁদের গাড়ি করে বাঘাইহাটের আগে ১০ নম্বরে নেমে ১৫ মিনিটের হাঁটাপথ শেষ করলেই হাজাছড়া ঝর্ণায় পৌঁছে যাবেন।

কি খাবেনঃ
দীঘিনালা বাজারে বেশ কিছু গেস্টহাউস রয়েছে। ভাড়া ডাবল বেড ৩০০-১৫০০ টাকা পর্যন্ত। বাজারের দক্ষিণ পাশটায় কয়েকটা খাবারের হোটেলের ভাত-তরকারির স্বাদ মন্দ নয়।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here