উলিপুর মুন্সিবাড়ী | কুড়িগ্রাম

0
287

সংক্ষিপ্ত বিবরনঃ

উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে ৩৯ একর জমির উপর মুন্সিবাড়ী( Ulipur Munshi Bari )টি নির্মাণ করা হয়। সঠিক দিনক্ষণ জানা না থাকলেও এ অঞ্চলের জমিদার বিনোদ লাল মুন্সির তত্ত্বাবধানে বাড়িটি নির্মাণ করা হয়।
বাড়িটি দেখলেই মনে হবে কোন শিল্পীর হাতে আঁকা এক চিলতে ছবি। তহশিলদার যে রুমে বসে অফিসের কাজ করেন সে রুমে রক্ষিত ব্রজেন্দ্র লাল মুন্সির প্রতিকৃতি।মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ভেবে বাড়িটিতে আক্রমণ করে। আর পাক হানাদার বাহিনী এ রুমে রক্ষিত ছবিটি বেয়নেট দিয়ে নষ্ট করে। যা আজও মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন হিসেবে দৃশ্যমান। প্রয়োজনীয় সংস্কার করা না হলে ঐতিহ্যবাহী মুন্সিবাড়িটি হয়তো স্মৃতির অন্তরালেই চলে যাবে।
উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে ৩৯ একর জমির উপর মুন্সিবাড়ীটি নির্মাণ করা হয়।

কিভাবে যাবেনঃ

উলিপুর উপজেলার ০ পয়েন্ট থেকে উলিপর এম এস স্কুল এন্ড কলেজ এ পাশ দিয়ে ০৫ কিলোমিটার পূর্ব দিকে পাকা রাস্তা। উলিপুর থেকে সাইকেল, মটর সাইকেল,জীপ গাড়ী থেকে যে কোন ধরনের যানবাহনে যাওয়া যায়।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here