আবি ফিউচার পার্ক | ব্রাহ্মণবাড়িয়া

0
226

সংক্ষিপ্ত বিবরনঃ

( Abi Future Park )ব্রাহ্মণবাড়িয়া জেলার উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে আবি ফিউচার পার্ক অন্যতম তিতাস নামের শান্ত নদীর কূল ঘেঁষে সৃষ্টি হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার রূপ, প্রকৃতি খুব শান্ত ও নির্মল। যার রূপ আরো বৃদ্ধি করেছে আবি ফিউচার পার্ক। ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র হলো আবি ফিউচার পার্ক। এটি সদর থেকে দক্ষিণ প্রান্তে কুরুলিয়া খাল অর্থাৎ অ্যান্ডারসন খালের তীরে অবস্থিত। এই পার্কে বিনোদনের জন্য সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য দোলনা, টয় ট্রেন, নাগরদোলা, বিভিন্ন রাইড রয়েছে। এখানে রয়েছে অনিন্দ্য সুন্দর পানির ঝর্ণা, রয়েছে ডাইনাসোরের বড় প্রতিকৃতি। পার্কের একপাশে রয়েছে একটি কনভেনশন সেন্টার। পার্কের ভেতরে রয়েছে একটি লেক যেখানে প্যাডেল চালিত নৌকা চালানো যাবে। এই পার্কে দেশের যেকোনো প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বেড়াতে আসতে পারবেন। এই পার্কের নৌকা ঘাটটি সত্যিই মনোমুগ্ধকর কারণ নৌকা ঘাটটি তৈরি করা হয়েছে হাঙর নদীর মাথার প্রতিকৃতির আদলে। ব্রাহ্মণবাড়িয়া ও দেশের যেকোন প্রান্তের মানুষ তাদের পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে অনায়াসে ঘুরে বেড়াতে পারবে আবি ফিউচার পার্কে।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here