বঙ্গবন্ধু নভোথিয়েটার | ঢাকা

সংক্ষিপ্ত বিবরণঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার( bangabandhu novo theatre dhaka ) বা ভাসানী নভো থিয়েটার বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরনিতে অবস্থিত একটি স্থাপনা। এখানে নভোমন্ডল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং নভো মন্ডলের ধারণা পাওয়ার জন্য কৃত্রিম নভোমন্ডল তৈরি করা আছে। স্থপতি আলী ইমাম এই নভো থিয়েটারটির নকশা প্রণয়ন করেন।

যা যা দেখার আছেঃ

এখানে প্রধান আকর্ষন প্লানেটেরিয়ামের গম্বুজ যেটা প্রবেশপথ দিয়ে ঢুকতেই চোখে পড়বে। প্লানেটেরিয়ামটির ভিতরে ত্রি-মাত্রিক পরিবেশে দেখা যায় শীতল নীল আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র ইত্যাদি। থিয়েটারে ২টি বিষয়ের উপর চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রথম চলচ্চিত্রটি দ্বারা মহাকাশ সূর্য ও বিভিন্ন গ্রহ সমূহের এবং দ্বিতীয় চলচ্চিত্রটি দ্বারা বাংলাদেশের প্রকৃতি উৎপত্তি এবং গ্রামীণ জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

রাজধানী ঢাকার যে কোন স্থান থেকে বিজয় সরনীগামী গাড়িতে উঠতে হবে আপনাকে। অথবা নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন এখানে। থিয়েটারের টিকিট মূল্য জনপ্রতি ৫০ টাকা। তবে ২ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট কাটার প্রয়োজন নেই। থিয়েটারের ভিতর একটি সিমুলেটর রাইড রয়েছে। এই রাইডে প্রতি ৫ মিনিটের জন্য ২০ টাকার টিকেট সংগ্রহ করতে হয়।

থিয়েটার ভবনটি ৫ তলার মতো দেখতে হলেও এতে ৩ টি ফ্লোর রয়েছে। এর প্রথম তলা এবং দ্বিতীয় তলা নিয়ে থিয়েটার। এই থিয়েটারে মোট ২০০ জন দর্শক বসার ব্যবস্থা রয়েছে।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *