বিপ্লব উদ্যান | চট্টগ্রাম

0
380
biplob uddan

সংক্ষিপ্ত বিবরণঃ

বিপ্লব উদ্যান( biplob uddan ) বাংলাদেশের চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত ২নম্বর গেইটে অবস্থিত। এ উদ্যানটি চট্টগ্রামের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দারের নামকরণে তৈরী করা হয়েছে। বিশাল এলাকা নিয়ে এ উদ্যানের সৃষ্টি। মাস্টারদা সূর্যসেনের সঙ্গী প্রীতিলতা ছিলে ব্রিটিশ বিরোধী অস্তিত্ব। ব্রিটিশদের বিরুদ্ধে আত্মঘাতি সংঘাতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন প্রীতিলতা। তাঁর স্মরণে এ উদ্যানের উৎপত্তি।

নানারকম ফুলের গাছ রয়েছে। গাছ দিয়ে বানানো হয়েছে তোরণ, কংক্রিটের ছাতা রয়েছে। উদ্যানের ফটকে চমৎকারভাবে গাছ দিয়ে লেখা রয়েছে বিপ্লব উদ্যান। প্রবেশের জন্য কোন টিকেট কাটতে হয় না। কিছু সময় বসে কাটিয়ে যেতে পারবেন। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয় বিকাল চারটার পর। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো স্বাধীনতা স্তম্ভ। কাছেই রয়েছে শেখ ফরিদের চশমা।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।