সংক্ষিপ্ত বিবরণঃ
মিউজিয়াম অব রাজাস( hasan rajar jadughor )বা রাজাদের জাদুঘর বা হাসন রাজা জাদুঘর সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা সিলেট সদরের অন্তর্গত জিন্দাবাজার এলাকায় অবস্থিত। এটি সিলেটের অন্যতম প্রধান একটি সংগ্রহশালা হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্থানটি সিলেট শহরের’০’ পয়েন্টের ৫০০ মিটারের মধ্যে রয়েছে।
কবি হাসন রাজাও তার পরিবারের সদস্যদের নিয়ে যাদের কৌতুহল, তাদের জন্য এ জাদুঘর। এখানে আছে হাছন রাজা ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। আছে হাসন রাজাকে নিয়ে লেখা বইপত্র এবং পেপার কাটিংসের সংগ্রহ।
২০০৬ সালে রাজাদের পারিবারিক উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের জল্ল¬ারপারে এ জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়।
হাসন রাজার বাসভবনই বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জাদুঘরের উদ্দেশ্য হচ্ছে হাসন রাজাকে কেন্দ্র করে রাজা পরিবারের স্মৃতি সংরক্ষণ করা। লোক সংস্কৃতি এবং ইতিহাসের উপর গবেষণা কার্যক্রমকে এই জাদুঘর অনুপ্রানিত করে থাকে।
কিভাবে যাবেনঃ
সিলেট শহর থেকে রিকশা অথবা সিএনজি অটোরিকশায় চড়ে আপনি এই জাদুঘরে পৌঁছে যাবেন।