সংক্ষিপ্ত বিবরনঃ
বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতুর পার্শ্ববর্তী বিশাল যমুনা নদীর পূর্বে গা ঘেঁষে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় আজকের তিন তারকা বিশেষ জনপ্রিয় এই যমুনা রিসোর্ট ( Jamuna Resort ) । যা টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার মাঝখানে অবস্থিত।
যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময় ছুটি নিতে চাইলে ও মনকে ভালো করার জন্য আপনি পাবেন এখানে বিনোদনের সব ধরনের প্রচেষ্টা। রিসোর্ট অভ্যন্তরে সকল অতিথিদের জন্য আছে জিমনেশিয়াম, বেকারি, স্যুভেনির শপ, হেলথ ক্লাব, ফরেন মানি এক্সচেঞ্জ সহ ইনডোর ও আউটডোর গেমস ব্যবস্থা। আউটডোর গেমসের মধ্যে আছে ফুটবল, ক্রিকেট খেলা ও ইনডোরে আছে ব্যাডমিন্টন, হকি ও দাবা খেলার ব্যবস্থা।
আছে সকলের জন্য নৌভ্রমণে লাইফবোট ও স্প্রিডবোটে সম্পূর্ণ রিসোর্ট ও নদী ঘুরে দেখার সুযোগ। এখানে শীতকালে আগত অতিথি পাখির ঝাঁক দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে।
অতিথিদের থাকার জন্য আছে মোট ১১০টি রুম যা স্যুইট ও কটেজ ক্যাটাগরিতে বিভক্ত। আছে রেস্টুরেন্ট ও হল রুম।
অভ্যন্তরীণ সুবিধা
রিসোর্টের ভেতরে সুইমিংপুল, জিম, হেলথ ক্লাব, বেকারী, সুভ্যেনির শপ, ফরেন মানি এক্সচেঞ্জ এবং ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে। আউটডোরে ফুটবল, ক্রিকেট এবং ইনডোরে ব্যাডমিন্টন, হকি, দাবা খেলার সুবিধা রয়েছে।
রুমগুলোর সুবিধা
এখানে মোট ১১০ টি বিভিন্ন ধরনের রুম রয়েছে। ডিলাক্স, এক্সিকিউটিভ সুইট, রয়েল সুইট, ইম্পেরিয়াল সুইট, ২ বেডরুম কটেজ, ৩ বেডরুম কটেজ, এক্সট্রা বেড এ ছাড়া আছে ডরমিটরি।
রুমগুলো এসি, টিভি, ইন্টারকম টেলিকম সুবিধা, ফ্রিজ, লার্জ বাথ এন্ড ট্যব, হট ও কুল পানি, প্রত্যেক বাথরুমে
ফুট কটেজ দেওয়া হয়।
রেষ্টুরেন্ট
রিসোর্টের ভিতরে রেষ্টুরেন্টে ১৫০ জন ধারণক্ষমতা।
এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে বুফের ব্যবস্থা রয়েছে।
বুফে লাঞ্চের জন্য জনপ্রতি ৫০০ টাকা এবং বুফে ডিনারের জন্য জনপ্রতি ৫৫০ টাকা প্রদান করতে হয়।
কর্পোরেট ব্যবস্থা
পিকনিক, ডিজে পার্টি, গেট টুগেদার, অফিসিয়াল অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে।
সর্বনিম্ন ৫০ জন থেকে সর্বোচ্চ ৫০০ জনের যেকোন ধরণের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে।
আয়োজকরা ইচ্ছে করলে নিজেরা বা রিসোর্ট কর্তৃপক্ষকে বললে তারাও ডিজে পার্টির সকল আয়োজন করে থাকে।
আলাদা রান্না করার ব্যবস্থা রয়েছে।
হলরুম
এখানে হলরুমের সংখ্যা ২ টি।
হলগুলো হলো – (ক) যমুনা হল ও (খ) ব্রহ্মপুত্র হল।
যমুনা হলরুমের ধারণক্ষমতা ২০০ জন এবং ব্রহ্মপুত্র হলরুমের ধারণক্ষমতা ১৫০ জন।
ভাড়ার হার যমুনা হল ৫০ হাজার টাকা এবং ব্রহ্মপুত্র হল ৩০ হাজার টাকা।
বুকিং এর জন্য ৮০% অগ্রীম প্রদান করতে হয়। শুধুমাত্র শীতকালে খালি থাকা সাপেক্ষে বুকিং নেওয়া হয়।
বিল পরিশোধ
ক্যাশ, ক্রেডিট কার্ড, এবং চেকের মাধ্যমে সকল বিল পরিশোধ করা যায়।
ক্যাশের ক্ষেত্রে ডলার, ইউরো, পাউন্ড, রিয়াল ও টাকা এবং কার্ডের ক্ষেত্রে ভিসা কার্ড, মাষ্টার কার্ড এবং দেশের সকল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়।