সংক্ষিপ্ত বিবরনঃ
জিন্দাপীর মাজার( Jindapir Mosque ) কমপেস্নক্সের উত্তর-পশ্চিম কোনে মধ্যযুগীয় এই মসজিদটি অবসিহত। মসজিদটি বর্গাকার ভূমি পরিকল্পনায় (৬মিঃX৬মিঃ) নির্মিত এটি একগম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদের চারপাশের চারটি গোলাকার গম্বুজ রয়েছে।মসজিদের দেয়ালগুলো গড়ে ১.৫২মিঃ পুরু। পূর্ব বাহুতে ৩টি, উত্তর ও দক্ষইণ বাহুতে একটি করে খিলান দরজা আছে। সামনের বাহুতে আছে তিনটি মিহরাব। ছাদের অর্ধগোলাকার গম্বুজটি ভাঙ্গা অবসহায় ছিল। ২০০২ সালে এটিকে প্রতনতাত্তিক সংস্কারের মাধ্যমে পূর্ন অবয়ব প্রদান করা হয়েছে।
কিভাবে যাবেনঃ
খান জাহান আলী মাজারের পশ্চিমে কয়েক মিনিটের হাঁটা পথ পেরুলেই এই মসজিদে পৌঁছে যাবেন। বাসে করে সরাসরি বাগেরহাট। বাস স্ট্যান্ড থেকে অটো কিংবা ইঞ্জিনচালিত ভ্যান ভাড়া করে এই মসজিদে যেতে পারবেন। লম্বা ট্রেন জার্নি করতে চাইলে ট্রেনে করে খুলনা ও সেখান থেকে লোকাল বাসে করে বাগেরহাট।