সংক্ষিপ্ত বিবরণঃ
জাদিপাই ঝর্ণা( jadipai waterfalls bandarban ) বাংলাদেশের বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রশস্ততম ঝর্ণাগুলোর মাঝে একটি। এই কারণে এই ঝর্ণা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত। বর্ষাকালে জলপ্রপাতের পানি প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়। বর্ষা মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে সৌন্দর্য্য পিপাসু মানুষ জাদিপাই ঝর্ণা দেখতে ছুটে আসে। এটি পার্বত্য বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডং পাহাড় থেকে জাদিপাই ঝরণা পর্যন্ত পায়ে হেঁটে আসতে দুই ঘন্টা সময় লাগে।
কিভাবে যাবেনঃ
চট্টগ্রাম হতে বান্দরবন, বান্দরবন হতে কাইখ্যংছড়ি। নৌকায় কাইখ্যংছড়ি হতে রুমাবাজার। রুমাবাজার হতে কেওক্রাডং জাদিপাই পাড়া। জাদিপাই পাড়া হতে আবার নিচের দিকে নেমে জাদিপাই পাড়া।
কোথায় থাকবেনঃ
যাদিপাই ঝর্ণার আশে পাশে থাকার তেমন কোন যায়গা নেই। আপনাকে ঝর্ণায় অবগাহনের পর বেলা থাকতে থাকতেই ফিরার পথ ধরতে হবে। রাত্রি যাপনের জন্য পাসিংপাড়া অথবা কেওকাড়া ডাং চুড়ায় পাহাড়িদের আথিথিয়তা গ্রহন করতে হবে।