সংক্ষিপ্ত বিবরণঃ
এই পার্কটি( sayedabad wonderland park ) ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। সায়েদাবাদ রেলক্রসিং এর পাশে এই পার্কটি অবস্থিত। পরিধি ৩০০ গজ/২২০ গজ। এই পার্কটি ব্যাক্তিমালিকানাধীন। প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত খোলা থাকে। পথ শিশুদের জন্য বিশেষ সুযোগ রয়েছে আলোচনা সাপেক্ষে।
টিকেট কাউন্টার ও প্রবেশ মূল্যঃ
সায়েদাবাদ পার্কে সর্বমোট ৪টি টিকেট কাউন্টার রয়েছে। কাউন্টারগুলো মেইট গেইটের দুই পাশে অবস্থিত। এখানে বয়স ভিত্তিক টিকেটের কোন বিভক্তি নেই। এছাড়া এখানে অগ্রীম বা অনলাইনে টিকেট সংগ্রহের কোন সুবিধা নেই। পার্কের প্রবেশ মূল্য ৩০ টাকা (জন প্রতি) এবং সকল প্রকার রাইডের মূল্য ২০ টাকা করে। কর্পোরেটদের জন্য আলাদা কোন প্যাকেজ নেই। স্কুল ছাত্রদের জন্য প্যাকেজ আলোচনা সাপেক্ষে। প্যাকেজ এর জন্য পার্কের ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে।