জৈন্তিয়া হিল রিসোর্ট | সিলেট

0
442

সংক্ষিপ্ত বিবরণঃ

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান নামক স্থানে জৈন্তিয়া হিল রিসোর্ট( jotnia hill resort sylhet ) অবস্থিত। এখানে মনোরম পরিবেশে পাহাড়ের জলপ্রপাত দেখার জন্য হাজারো পর্যটক এখানে আসেন। থাকা খাওয়ার পাশাপশি এখান খেকেই পাহাড়ের সৌন্দর্য্য অবলোকন করা যায়।

কিভাবে যাবোঃ
ঢাকা থেকে ট্রেনে বা বাসে সিলেট। সিলেট থেকে ১ ঘণ্টার পথ জৈন্তাপুর। বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা বা মাইক্রোবাসে চড়ে জৈন্তাপুর চলে যেতে পারেন। উঠতে পারেন জৈন্তা হিল রিসোর্টে অথবা কাছের নলজুড়িতে জেলা পরিষদ ডাকবাংলোয়। আগে থেকেই বুকিং দিয়ে যেতে হবে ডাকবাংলোয়। শহর থেকে মাইক্রোবাস নিয়ে গেলে ভাড়া নিবে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here