ওসমানী উদ্যান | ঢাকা

0
346

সংক্ষিপ্ত বিবরণঃ

ঢাকার ঐতিহ্যবাহী উদ্যানগুলোর একটি ওসমানী উদ্যান( osmani uddan dhaka )।এটি প্রায় ২৩.৩৭ একর জুড়ে বিস্তৃত। ঢাকার গুলিস্তানে ঢাকা সিটি কর্পোরেশনের (নগর ভবন) বিপরীত পাশে এবং সচিবালয়ের পিছনে এটি অবস্থিত। উদ্যানটির সাথেই রয়েছে গোলাপ শাহ মসজিদ, এর পাশেই রয়েছে গোলাপ শাহ এর মাজার, রমনা ভবন, জিপিও, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রধান অফিস এবং ঢাকা ষ্টেডিয়াম।

যা যা দেখবেনঃ

মীর জুমলার কামানঃ
সম্রাট আওরঙ্গজেবের প্রধান সেনাপতি মীর জুমলার কামানটি বর্তমানে ওসমানী উদ্যানের শোভা বর্ধন করে রয়েছে। কামানটি মীর জুমলা আসাম যুদ্ধে ব্যবহার করেছিলেন।

শিশু এ্যারেনাঃ
শিশু এ্যারেনায় রয়েছে শিশুদের জন্য অযান্ত্রিক খেলাধুলার ব্যবস্থা যেমন দোলনা, স্লিপার ইত্যাদি। শিশু এ্যারেনাটি বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো হয়েছে।

ফুলের বাগান
উদ্যানটির প্রবেশ পথের সামনেই রয়েছে দেশি বিদেশি নান জাতের ফুল গাছের সমাহরোহ। এছাড়া রয়েছে নানা জাতের পাতা বাহারের গাছ।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোন কিছু জানানোর থাকলে নীচের মন্তব্য বিভাগে লিখতে ভুলবেন না । আপনার ভ্রমণ পিয়াশি বন্ধুদের সাথে নিবন্ধটি শেয়ার করে নিন যাতে তারাও জানতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here